
সোনারপুরঃ সামনেই বিধানসভা ভোট ৷ তার আগে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটারদের সাথে যোগাযোগ আরও সুদৄঢ় করতে একাধিক পদক্ষেপ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রর ৷ শনিবার সকালে লাঙ্লবেড়িয়ায় এই তিন কর্মসুচীর উদ্ধোধন করা হবে ৷ উপস্থিত থাকবেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ৷
আরও পড়ুনঃ আইনজীবির গালে থাপ্পড় মেরে গ্রেফতার সোনারপুরের যুবক
একসাথে তিনটি জনমুখী কর্মসুচীর উদ্ধোধন হবে শনিবার ৷ আপনার বিধায়ক আপনার পাশে নামে একটি কর্মসুচীর উদ্ধোধন করা হবে ৷ এই কর্মসুচী অনুযায়ী বিধায়ক সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকায় যাবেন ৷ স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শুনবেন ও তা সমাধানের চেষ্টা করবেন ৷ এর পাশাপাশি দলীয় কর্মীদের সাথেও বৈঠক করবেন তিনি ৷ দ্বিতীয় কর্মসুচী আপনার দাবি আপনার অধিকার ৷ এই কর্মসুচী অনুযায়ী ভোটাররা তাদের নানান দাবি জানাতে পারবেন ৷ এছাড়া সরকারি নানান প্রকল্প অনুযায়ী তাদের কি কি অধিকার আছে সেই বার্তাও তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ৷ বিধায়কের নানান কর্মসুচী ও জনকল্যাণমুলক প্রকল্প প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সোশাল মিডিয়ার টিম ৷ তাদের জন্য থাকছে নির্দিষ্ট পোষাক ৷ এই টিমটিরও ঘোষণা করা হবে এদিনের মঞ্চে ৷
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মোট তিনশোটি বুথ আছে ৷ প্রতি বুথ থেকেই কর্মীরা আসবেন ৷ সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, সদস্য, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, পৌর প্রতিনিধি সহ বুথ স্তরের কর্মীরাও এই সভায় যোগদান করবেন ৷