
সোনারপুরঃ এক আইনজীবিকে মারধর করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি সোনারপুর থানা এলাকার অবাক জলমান সংলগ্ন এলাকায় ৷ ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত আইনজীবি ৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে শুক্রবার বারুইপুর আদালতে পেশ করা হয় ৷ ধৄতকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷
আরও পড়ুনঃ চুরির অভিযোগে খেয়াদহ থেকে গ্রেফতার দুই
সোনারপুরের গোড়খাড়া এলাকার বাসিন্দা ঋজু পাত্র ৷ তার বিরুদ্ধে অভিযোগ সে প্রকাশ্যে রাস্তায় কয়েকজনকে গালাগালি করছিল ৷ ঘটনার প্রতিবাদ করেন আইনজীবি ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয় ৷ তারপর হঠাৎই আইনজীবির গায়ে হাত তোলেন অভিযুক্ত ৷ স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে ধৄত মদ্যপ অবস্থায় ছিলেন ৷ এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত আইনজীবি ৷ তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আইনজীবির উপর হামলার ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে এলাকা থেকেই গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ ৷ সোনারপুর গ্রামীণ হাসপাতালে তার শারীরিক পরীক্ষাও করা হয় ৷ অভিযুক্তকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷