
সোনারপুরঃ ঘরের মধ্যে নিজের গলা কাটার চেষ্টা বৃদ্ধের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার রাজপুর সোনারপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ সুত্রে জানা গিয়েছে তার নাম মানস চৌধুরী(৭৫)। তিনি ও তার স্ত্রী নন্দিতা চৌধুরী দুজনেই বাড়িতে থাকতেন। নন্দিতা দেবী স্কুল শিক্ষিকা ছিলেন।
আরও পড়ুনঃ সোনারপুরে বাইক দুর্ঘটনায় মৄত্যু কলেজ ছাত্রের
স্বামী ও স্ত্রী দুজনেই প্রতিদিন নিয়মিত লাফিং ক্লাবে যেতেন ৷ শুক্রবার সকালে নন্দিতা দেবী লাফিং ক্লাবে গিয়েছিলেন। শরীর ভালো নেই জানিয়ে আজ মানস বাবু যাননি। তেমন কিছু না ভেবে একাই চলে যান নন্দিতা চৌধুরী ৷ তাদের দুই ছেলে এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত ৷ তিনি বর্তমানে দিল্লীতে আছেন ৷ অন্যজন দুবাইতে থাকেন সেখানেই কর্মরত। লাফিং ক্লাব থেকে স্ত্রী বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে দেখেন। তিনি চিৎকার করেন ও সবার সাহায্য চান। সেই শুনে দৌড়ে আসে প্রতিবেশীরা। তারা উদ্ধার করে তাকে নিয়ে যায় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশও।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে ৷ এই ঘটনায় ভাড়াটিয়া সহ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ কোনওকারণে মানসবাবু মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে ৷ তার জেরেই এই ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ ৷ মানসবাবুর শারীরিক অবস্থা সংকটজনক বলেই পরিবার ও হাসপাতাল সুত্রে জানা গিয়েছে ৷