
সোনারপুরঃ ফের দুর্ঘটনা সাদার্ন বাইপাসে। এবার রাস্তার ধরে রাখা ইটে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে গেল পাটের দড়ি বোঝাই ট্রাক। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সাদার্ন বাইপাসের খাসমল্লিকের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ৷ আপাতত যান নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ ট্রাকটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷
আরও পড়ুনঃ কামালগাজি বাইপাস থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করল পুলিশ
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে একটি ১৬ চাকার বড় ট্রাককে জায়গা দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে ৷ এছাড়া রাস্তার পাশে বেআইনীভাবে ইট, বালি সহ নানান ইমারতি দ্রব্য রাখার জেরে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ও গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ৷ প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গিয়েছে বড় ট্রাকটিকে পাশ দিতে গিয়ে রাস্তার বাঁদিকে সরে যায় দপর্ঘটনাগ্রস্ত ট্রাকটি। রাস্তার ধারে রাখা ছিল ইট বালি সহ ইমারতি দ্রব্য। সেই ইটে ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রাকটি। উল্টে যাওয়া ট্রাকটি নদীয়া থেকে আসছিল এবং জয়নগর যাচ্ছিল বলে জানা গিয়েছে। চালক একাই ছিলেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে।
এই রাস্তায় একাধিক স্কুল রয়েছে। বর্তমানে পরীক্ষাও চলছে স্কুলে। গাড়ি উল্টে রাস্তা আটকে যাওয়ায় সমস্যায় পড়েন ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরা। খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। পথ চলতি গাড়ি বাইপাসের অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷