
সোনারপুরঃ কামালগাজি বাইপাসে গাড়ি দাঁড় করিয়ে অভিযান চালাতেই তাজ্জব পুলিশ ৷ গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমান গাঁজা। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও নরেন্দ্রপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় ৪৩ কেজির মত গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়িচালক সহ মোট তিনজন গ্রেফতার। গ্রেফতার হয়েছে গাঁজা পাচার চক্রের মুল পাণ্ডা উসমান মন্ডল ৷
আরও পড়ুনঃ কুখ্যাত চোরকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ
নির্দিষ্ট সোর্স মারফত খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ একটি গাড়ি আটকায়। গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির মধ্যে আলাদা চেম্বার বানিয়ে তারমধ্য গাঁজা রাখা হয়েছিল। যাতে তল্লাশি চালালেও ধরা না যায়। তবে সামনের দিকে ড্রাইভারের সীটের পাশের সীটে পা রাখার জায়গার ঢাকনা খুলতেই বের হল প্যাকেট ভর্তি গাঁজা। মোট ৪৩টির মত প্যাকেট উদ্ধার হয়। আনুমানিক বাজারমুল্য প্রায় লক্ষ টাকার মত বলে জানা গিয়েছে ৷ উড়িষ্যার বালেশ্বর থেকে এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে। কামালগাজি হয়ে মথুরাপুর যাওয়ার কথা ছিল। তারই আগে কামালগাজি ফ্লাইওভারের কাছে তাদের আটক করে পুলিশ ৷
তল্লাশি অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারের পাশাপাশি নগদ ১১ হাজার টাকা, ৪টি মোবাইল ও একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার হয়েছেন এই চক্রের অন্যতম মুল পাণ্ডা উসমান মন্ডল, শাহরুল হক মিস্ত্রি ও আমিন আলি গাজি ৷ অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে ৷ তাদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৄতদের বৄহস্পতিবার আলিপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷