
সোনারপুরঃ নরেন্দ্রপুর থানা এলাকার নতুন দিয়াড়ায় একটি বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে এক চোরকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৄতের নাম সুলভ কুমার শুক্লা ৷ এর আগেও একাধিকবার চুরি ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত ৷ মঙ্গলবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
আরও পড়ুনঃ লোনের কিস্তি দিতে দেরি হওয়ায় বৃদ্ধাকে অপহরণের অভিযোগ
পুলিশ সুত্রে জানা গিয়েছে গত সপ্তাহেই জেল থেকে ছাড়া পেয়েছিল অভিযুক্ত ৷ ফের একটি বাড়িতে তালা ভেঙে চুরি করে সে ৷ সোনার গয়না, নগদ টাকা সহ আরও মুল্যবান জিনিস চুরি করার অভিযোগ দায়ের হয় নরেন্দ্রপুর থানায় ৷ অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ তদন্তে নেমে মালিপাড়া এলাকা খেকে অভিযুক্ত সুলভ কুমার শুক্লাকে গ্রেফতার করা হয় ৷ মঙ্গলবার তাকে গ্রেফতার করে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় ৷ এই ঘটনায় অভিযুক্তের ২৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷
পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ ধৄত আলাকার আরও অনেক চুরি ও ছিনতাইয়ের সাথে যুক্ত বলে মনে করছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এইসব চুরির কিনারা হতে পারে ৷ এছাড়া সম্প্রতি চুরির ঘটনায় ধৄতকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷