
সোনারপুরঃ ফলের দাম নিয়ে বচসার জেরে আচমকাই ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার সামনেই কামালগাজি বাজারে ৷ কামালগাজি সংলগ্ন এলাকায় এক অভিজাত আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে হামলার অভিযোগ ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ৷ অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তি ও তার দুই ছেলে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৄতদের বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷
আরও পড়ুনঃ হিমাচলপ্রদেশের ছিকা গ্রামে পৌঁছাল সোনারপুর আরোহীর পর্বতারোহী দল
স্থানীয় ব্যবসায়ী গোলাম হোসেন হালদার ৷ কামালগাজি বাজারে তার একটি ফলের দোকান আছে ৷ তিনি দোকানেই ছিলেন ৷ এক ব্যক্তি এসে তার কাছে নারকেল সহ আরও কয়েকটি ফলের দাম জানতে চান ৷ তারপর তিনি দাম কমাতে বলেন ৷ ব্যবসায়ী বলেন যে তিনি দাম কমাতে পারবেন না ৷ তারপরেই তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ তিনি ছাড়াও তার সাথে থাকা আরও দুজন হামলা চালায় ৷ লাথি, ঘুষি মারার পাশাপাশি ইট দিয়েও মারা হয় ৷ ঘটনায় মুখে ও নাকে চোট পেয়েছেন ব্যবসায়ী ৷ তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও কয়েকজন ৷ নরেন্দ্রপুর থানার সামানেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷
থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় মুরউদ্দিন তাজ সহ তার দুই ছেলে হাসানউদ্দিন তাজ ও আরসালান তাজকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৄতদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷ তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷