
সোনারপুরঃ সকাল ৬টা ১০মিনিট নাগাদ সোনারপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভুত হল ৷ রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫.৫ ৷ রাজ্যের সমুদ্র উপকুল থেকে ৯১ কিলোমিটার গভীরে এর উৎসস্থল বলে জানা গিয়েছে ৷ রাজ্যের উপকুলবর্তী জেলায় ভুকম্পনের স্থায়িত্ব ৪ সেকেণ্ড ৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভুকম্পনের স্থায়িত্ব ৩ সেকেণ্ড বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুনঃ আড়াপাঁচে দুদিন ব্যাপী শুরু হল কৃষি মেলা
উত্তর পুর্ব বঙ্গোপসাগর এই ভুমিকম্পের উৎপত্তিস্থল ৷ ওড়িশা থেকে পুর্বে ১৭৫ কিলোমিটার সমুদ্রগর্ভে এই ভুকম্পনের উৎস ৷ দক্ষিণ ২৪ পরগনা জেলা যেহেতু উপকুলবর্তী জেলা তাই এখানে ভুকম্পনের স্থায়িত্ব ছিল ৪ সেকেণ্ড ৷ সুন্দরবনের বিভিন্ন জায়গায় ভুকম্পন অনুভুত হয় ৷ ক্ষয়ক্ষতির পরিমান এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে ৷ কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সুত্রে খবর ৷
জাতীয় ভুকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সুত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা ও বাংলাদেশে এই ভুকম্পন অনুভুত হয়েছে ৷ সমুদ্রে যেসব মৎস্যজীবি ছিলেন তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷