
সোনারপুরঃ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও প্রযুক্তির ব্যবহারকে সামনে রেখে ও এই বিষয়ে সবাইকে সচেতন করতে সোনারপুরের আড়াপাঁচে দুদিন ব্যাপী শুরু হল কৃষি মেলা। এই মেলার উদ্ধোধন করলেন সোনারপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভাইস চেয়ারম্যান স্বামী শিবপুর্ণানন্দ মহারাজ। মেলায় একাধিক স্টল আছে। এর পাশাপাশি দুদিনই কৃষি বিষয়ক নানান আলোচনার আয়োজন করা হয়েছে। এখানে এলে চাষবাসের ক্ষেত্রে কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে জানা যাবে। নোনা ও মিষ্টি জলে মাছ চাষ। রঙীন মাছ চাষের পদ্ধতি, পরিবর্তনশীল জলবায়ুর সাপেক্ষে চাষবাস ইত্যদি বিষয়ে জানতে পারবেন চাষীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বগত ঘোষ হেড ইনচার্জ কৃষি বিজ্ঞান কেন্দ্র।
আরও পড়ুনঃ স্থানীয়দের উদ্যোগে নয়াবাদে তৈরি করা হয় শিবমন্দির
দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুটি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে ৷ একটি আছে জয়নগরের নিমপীঠে ৷ অন্যটি সোনারপুরের আড়াপাঁচে ৷ স্বামী শিবপুর্ণানন্দজী জানান বহু মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে ৷ তারপরেও অনেক কিছুর শেখা বাকি থাকে ৷ এই প্রদর্শনীর মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারে ৷ বিজ্ঞানীরাও এই মেলায় যোগদান করেন ৷ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে চাষীরা ৷ সবাইমিলেই কিভবে কৄষকদের উন্নতি করা সম্ভব তা নিয়ে আলোচনা করা হয় বলে জানান তিনি ৷ অন্যদিকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইনচার্জ স্বগত ঘোষ জানান কৃষি ছাড়াও পশুপালন, মৎস্যচাষ সহ নানানধরণের চাষের সাথে যারা যুক্ত তাদেরকে এখানে আমন্ত্রন জানানো হয়েছে ৷ প্রতিদিন গড়ে হাজারের মত কৄষকরা এই মেলায় আসেন বলে জানান তিনি ৷
মোট ৩০টি স্টল রয়েছে এই মেলায় ৷ যেখানে এগ্রিকালচারের ছাত্ররাও রয়েছে ৷ বর্তমান পরিস্থিতিতে কিভাবে চাষবাস করা উচিত তা নিয়ে মানুষকে বোঝাচ্ছেন তারা ৷ প্রথমদিনেই এই মেলায় যোগদান করেন বহু মানুষ ৷