
সোনারপুরঃ নয়াবাদের বটতলার শিব মন্দির হিসেবেই এর পরিচিতি ৷ আগে অবশ্য পুরো জায়গাটা ফাঁকা ছিল ৷ এখন যেখানে মন্দির আগে সেখানে ছিল একটা বিশাল গর্ত ৷ তখন এখানেই সকাল সন্ধে আড্ডা জমাতেন এলাকার যুবকরা ৷ তারাই একদিন ঠিক করলেন এখানে শিব মন্দির প্রতিষ্ঠা করবেন ৷ সেইমত নেওয়া হল উদ্যোগ ৷ নিজেরাই সাধ্যমত ইট, বালি সিমেন্ট জোগাড় করলেন ৷ তারপর শুরু হল মন্দির নির্মানের কাজ ৷ প্রতিদিন সকাল সন্ধে নিত্যপুজো তো আছেই ৷ পাশেই রয়েছে গ্রহরাজেরও মন্দির ৷ সামনের মাঠেই প্রতিবছর শিবরাত্রিতে মেলার আয়োজন করা হয় ৷ সাররাত ধরে আয়োজন করা হয় জলসার ৷ এলাকার বাসিন্দারা সকলেই মেতে ওঠেন এই উৎসবে বলে জানালেন মন্দির কমিটির সদস্য রঞ্জিত বৈদ্য ৷
ফেসবুক লিঙ্কঃhttps://fb.watch/xY9BR7sHXw/
ইউটিউব লিঙ্কঃ https://youtu.be/UxmCubGw3bo?si=6pYkS15s4rXTHbpU
বছর ১৫ আগে শুরু হয়েছিল মন্দির তৈরির কাজ ৷ এলাকাবাসীর প্রচেষ্টায় একটু একটু করে এগিয়েছে মন্দির তৈরির কাজ ৷ কথিত আছে এলাকারই একসাথে সাতজন কঠিন অসুখে পড়েছিলেন ৷ চিকিৎসকরাও তাদের দেখার পর খুব একটা আশার কথা শোনাননি ৷ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে তারা এই মন্দিরের দারস্থ হয়েছিলেন ৷ শিবের আশীর্বাদে তারা সকলেই এখনও সুস্থ ও জীবিত আছেন বলে জানালেন মন্দিরের পুরোহিত অভিজিত মুখার্জী ৷
সকাল ও সন্ধে নিত্যপুজোর পাশাপাশি শনিবার গ্রহরাজের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় ৷ প্রতি সোমবার আয়োজিত হয় মহাদেবের পুজো ৷ এছাড়াও নীলের বাতি, শিবরাত্রি, বিপত্তারিণীর ব্রত ও শ্রাবণ মাসের পুজো খুব ধুমধাম ও ভক্তি ভরে করা হয় ৷ ভক্তিভরে যে যা চেয়েছেন তাদের সকলেরই মনস্কামনা পুরণ করছেন ঠাকুর ৷ তিনি আছেন তাদের সবার মধ্যেই এমনই বিশ্বাস এলাকার সমস্ত বাসিন্দাদের ৷