
সোনারপুরঃ সোমবার সকাল আটটা নাগাদ মানালি পৌঁছাল সোনারপুর আরোহীর পাঁচ সদস্যের দল ৷ সকালে পুরো টিম যখন মানালিতে পৌঁছায় তখন তাপমাত্রা ছিল -১২ ডিগ্রি ৷ আপাতত সুর্য উঠেছে ৷ তবে দুপুরে স্নোফলের পুর্বাভাস রয়েছে ৷ আজ সারাদিন মানালিতেই টিম থাকবে বলে জানিয়েছেন দলনেতা রুদ্রপ্রসাদ হালদার ৷
আরও পড়ুনঃ সোনারপুরে কৃষি মেলার আয়োজন
সিনকুন সাউথ অভিযানের উদ্দেশ্যে ২২শে ফেব্রুয়ারী দুপুরে পুর্বা এক্সপ্রেসে রওনা দেয় পাঁচ সদস্যের দল ৷ পরেরদিন তারা দিল্লিতে পৌঁছায় ৷ দিল্লি থেকে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ মানালি যাওয়ার বাস ধরে তারা ৷ সারারাত জার্নি করে মানালি শহর থেকে এক কিলোমিটার আগে সকাল সাড়ে আটটায় পৌঁছায় তারা ৷ বাসস্ট্যাণ্ড থেকে ছোট গাড়ি ধরে মালপত্র নিয়ে মানালিতে আজ সারাদিন হোটেলে থাকবে পুরো টিম ৷ মঙ্গলবার সকাল ৬টা নাগাদ পুরো টিম কেলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গিয়েছে ৷ সোমবার সারাদিন ধরে মানালিতে পর্বতারোহনের প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করার কর্মসুচী আছে ৷ এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র আজ রাতে মধ্যেই কিনে ফেলবে তারা ৷
দলনেতা রুদ্রপ্রসাদ হালদার ছাড়াও এই অভিযানে রয়েছেন সোনারপুর আরোহীর আরও চার সদস্য ৷ তারা হলেন রাহুল হালদার, চিকিৎসক উদ্দীপন হালদার, দেবাশিস মজুমদার ও অরুনাভ সাঁপুই ৷ মঙ্গলবার সকাল ৬টায় রওনা দিয়ে ঐদিনই কেলং পৌঁছাবে তারা ৷ কেলংয়ে ডিসি অফিস ও পুলিশ সুপারের অফিসে নিয়মানুযায়ী সমস্ত তথ্য দেওয়া হবে ৷ তারপর ছিকা গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে টিম ৷ এই গ্রামে দুদিন থাকার কথা রয়েছে তাদের ৷