
সোনারপুরঃ সোনারপুরে আয়োজন করা হয়েছে কৃষি মেলার ৷ আগামী ২৪ ও ২৫শে ফেব্রুয়ারী এই মেলার আয়োজন করা হয়েছে সোনারপুর ব্লকের আড়াপাঁচে শস্য শ্যামলা কৄষি বিজ্ঞান কেন্দ্রে ৷ সোমবার সকাল ১১টা নাগাদ এই মেলার উদ্ধোধন হবে ৷ দুই দিন ব্যাপী এই মেলা চলবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুনঃ সাংসদ তহবিলের টাকায় মথুরাপুরে বসল আলো
প্রতিবছরের মত এবারও কৃষি মেলার আয়োজন করা হল সোনারপুরের আড়াপাচে কৃষি বিজ্ঞান কেন্দ্রে ৷ এবারের মেলার মুল ভাবনা প্রাকৄতিক সম্পদ সংরক্ষণ প্রযুক্তি ৷ এই মেলায় একদিকে যেমন বিভিন্ন শস্য ও বীজের প্রদর্শনী হবে তেমনি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে ৷ কৃষি প্রযুক্তি, পশুপালন প্রযুক্তি ও মৎস্যচাষ প্রযুক্তি নিয়ে আলোচনা সভা হবে বলে সংস্থার পক্ষে থেকে জানা গিয়েছে ৷ চাষবাস নিয়ে প্রতিনিয়ত গবেষনা করা হয় এখানে ৷ ফসল ফলানোর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয় ৷
দুদিন ব্যাপী এই মেলায় প্রতিবছরই সাধারণ মানুষ খেকে আরম্ভ করে বহু চাষী ভিড় জমান ৷ এই মেলায় এসে উন্নতমানের বীজ সম্পর্কে জানতে পারেন তারা ৷ এছাড়া নানান চাষের পদ্ধতি সম্পর্কেও অবহিত করা হয় ৷