
সোনারপুরঃ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের লস্করপুরে তৈরি করা হচ্ছে মুক্তমঞ্চ ও উদ্যান ৷ বৈশাখ মাসে রবীন্দ্রজয়ন্তীর আগেই এই উদ্যান উদ্ধোধন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পৌরপিতা সুশান্ত দাস ৷ নির্ধারিত সময়ে কাজ শেষ করতে জোরকদমে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি ৷ পার্কটি তৈরি হলে উপকৄত হবেন এলাকার বাসিন্দারা ৷
আরও পড়ুনঃ রাজপুরে আশীষ ও ধীতার ফুচকাবাজি
ইতিমধ্যেই পার্কের বাউণ্ডারির কাজ সম্পুর্ণ হয়ে গিয়েছে ৷ মুক্তমঞ্চের কাজও হয়ে গিয়েছে ৷ পার্কের চারিদিকে বয়স্কদের হাঁটার জন্য তৈরি করা হবে ওয়াকিং জোন ৷ হাঁটার সময় তারা হাঁফিয়ে গেলে যাতে বিশ্রাম নিতে পারেন তারজন্য বসার জায়গাও থাকবে বলে জানা গিয়েছে ৷ এছাড়া একেবারে ছোটদের জন্য পার্কের একপাশে থাকছে প্লে জোন ৷ যেখানে স্লিপার, দোলনা সহ নানান খেলার আইটেম তৈরি করা হবে ৷ পার্কের পাশেই তৈরি করা হবে বাথরুমও ৷ বৄষ্টি হলে যাতে পার্কের মধ্যে জল জমতে না পারে তারজন্য আন্ডারগ্রাউণ্ড ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়েছে বলে জানান পৌরপিতা ৷
পার্কের মধ্যেই বসানো হবে রবীন্দ্রনাথের মুর্তি ৷ রবীন্দ্রনাথের নামের মুক্তমঞ্চ ও পার্কের নামকরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান পৌরপিতা ৷ এই পার্ক তৈরি করতে আনুমানিক ১৫ লক্ষ টাকার মত খরচ হবে বলে জানিয়েছেন তিনি ৷ পার্কটি সম্পুর্ণ তৈরি হয়ে গেলে এই অঞ্চলের বাসিন্দাদের অনেক সুবিধা হবে ৷