
নরেন্দ্রপুরঃ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গভীর রাতে বোড়াল সরলদিঘী এলাকা থেকে ২জনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ডাকাত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ৷ এলাকায় উদ্দেশ্যহীনভাবে তারা ঘোরাঘুরি করছিল ৷ যা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের ৷ তারা খবর দেন থানায় ৷ পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে ৷
আরও পড়ুনঃ রাজপুরে আশীষ ও ধীতার ফুচকাবাজি
সুব্রত নায়েক ও সুরজ রায় নামে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৄত দুজনেই ক্যানিং এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তদের গ্রেফতার করে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ বিচারকের কাছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ বিচারক তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ৷ এদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷
ধৄত দুজনের বিরুদ্ধেই কোথায় কি অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এই বিষয়ে ইতিমধ্যে অন্যান্য থানার সাথে যোগাযোগ করা হয়েছে ৷ এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এলাকার একাধিক চুরি ও ছিনতাইয়ের কিনারা হতে পারে বলে মনে করছে পুলিশ ৷