
গড়িয়াঃ গড়িয়া ষ্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যাণ্ডে মারপিটের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৄতের নাম মিন্টু বৈরাগী ৷ ঘটনায় আহত এক মহিলা সহ মোট ২ জন ৷ আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভর্তি ৷ ধৄতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ ৷ বৄহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷
আরও পড়ুনঃ যান চলাচল স্বাভাবিক রাখতে গাছ কাটছেন পুলিশ কর্মীরাই
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে পুরানো শত্রুতা ছিল দুই পক্ষের মধ্যে ৷ বুধবার রাতে আচমকাই দুপক্ষের মধ্যে ঝামেলা বাধে ৷ এই ঝামেলা চলাকালীন লাঠি ও বাঁশ নিয়ে মলিনা নস্কর নামে এক মহিলার উপর হামলা চালানো হয় ৷ হামলা চালায় মিন্টু বৈরাগী নামে স্থানীয় যুবক ৷ তারা পাশাপাশি থাকে ৷ একে অপরের প্রতিবেশীও ৷ ঘটনায় আহত হয়েছেন মলিনা দেবীর ছেলেও ৷ এলাকার বাসিন্দারাই নরেন্দ্রপুর থানায় খবর দেয় ৷ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ অন্যদিকে গুরুতর আহত মলিনা নস্কর ও তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত তারা সেখানেই চিকিৎসাধীন ৷
অভিযুক্ত মিন্টু বৈরাগী অবশ্য মারধোর করার অভিযোগ অস্বীকার করেছে ৷ তার বক্তব্য তার মোবাইল চুরি করায় তিনি বিষয়টি নিয়ে বলেন ৷ তাকে মারতে আসা হয়েছিল ৷ তিনি তা আটকান ৷ আটকাতে গেলে রাস্তায় পড়ে যায় তারা ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷