
বারুইপুরঃ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে অপহরণ ৷ তাকে মারধর ৷ চিৎকার করলে মুখে অ্যাসিড মারার হুমকি ৷ ঘটনায় বারুইপুর থানা্য় অভিযোগ দায়ের ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ মঙ্গলবার এই দুজনকে বারুইপুর আদালতে পেশ করা হবে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ এরসাথে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ৷
আরও পড়ুনঃ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ বাবার বিরুদ্ধে
বারুইপুর থানা এলাকারই বেতবেড়িয়া বাসিন্ন্দা চম্পাহাটি সুশীল কর কলেজের দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রী ৷ বর্তমানে তার কলেজে পরীক্ষা চলছে ৷ সোমবার নির্ধারিত সুচী অনুযায়ী কলেজে পরীক্ষা দিতে এসেছিল । পরীক্ষা শেষের পর কলেজ থেকে বের হতেই তিনটি ছেলে দুটি স্কুটি করে এসে ছাত্রীটির মুখ চেপে তাকে অপহরন করে। বেশ কিছু জায়গায় ঘোরাঘুরির পর তাকে মারধর করে বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায়। সোমবার রাতে এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের কলেজ ছাত্রীর পরিবারের ৷ এমনই ঘটনা ঘটেছে বারুইপুর থানা অন্তত বেদবেড়িয়া অঞ্চলে। ওই ছাত্রী চম্পাহাটি সুশীল কর কলেজে পরীক্ষা দিতে আসে তারপর বেদবেড়িয়া রামকৃষ্ণ পল্লী অঞ্চলের তিনটি ছেলে তাকে তুলে নিয়ে যায় প্রথমে কলেজে পাশে মারধর করে পরে গৌর দহ এলাকায় প্রচন্ড মারধর করে তারপর বাড়ির সামনে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে যায়। ছাত্রীর আরও অভিযোগ তার ফোন নাম্বার নিয়ে দেড় বছর ধরে তাকে উত্তপ্ত করত ও বিয়ের করার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ তার শরীরের বিভিন্ন অংশে চোট রাতেই যুবতীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বারুইপুর থানায় অভিযুক্ত যুবক শাশ্বত বৈদ্য সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েছে ওই যুবতী সহ তাঁর পরিবার।যুবতীর অভিযোগ, কলেজে পরবর্তী পরীক্ষা দিতে এলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্ত শ্বাসত্ব বৈদ্য।অভিযুক্ত দীর্ঘদিন ধরেই হুমকি দিত যুবতীকে।এমনকী তাঁকে রাস্তায় উত্তক্ত করত ৷এদিনও কলেজে যাওযার সময় যুবতীর ফলো করেছিল সে।
বারুইপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ঘটনার তদন্তে নেমে মুল অভিযুক্ত সহ ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি একজনের সন্ধানে তল্লাশি চলছে ৷ অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে ৷