
সোনারপুরঃ সোনারপুর থানার বড়বাবুর কোয়ার্টারে ঢুকে পড়ল ৷ এই ঘটনায় চাঞ্চল্য ৷ খবর দেওয়া হয় বনকর্মীদের ৷ বনকর্মী এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় ৷ হাঁফ ছাড়লেন পুলিশ কর্মীরা ৷ থানার বিভিন্ন রুমে মাঝেমধ্যেই সাপ ঢুকে পড়ে বলে পুলিশ কর্মীদের সুত্রে জানা গিয়েছে ৷
ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=AB3AFLrl8Vg
সোনারপুর থানা লাগোয়া বড়বাবুর কোয়ার্টার ৷ সেই কোয়ার্টারেই ছিলেন তিনি ৷ সোমবার দুপুরে ঘর খেকে ডাইনিং রুমে যাওয়ার সময় দেখেন ঘরের মধ্যেই ঘোরাঘুরি করছে সাপ ৷ বিষয়টি জানার সাথে সাথেই দৌড়ে আসেন অন্যান্য পুলিশ কর্মীরা ৷ তারপর খবর দেওয়া হয় বনদপ্তরকেও ৷ খবর পেয়ে সুভাসগ্রাম এলাকা থেকে আসেন বনদপ্তরের এক কর্মী ৷ ডাইনিং রুমের মধ্য থেকে সাপটিকে উদ্ধার করা হয় ৷ হাঁফ ছেড়ে বাঁচেন থানার পুলিশ কর্মীরা ৷
বনদপ্তর সুত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া সাপটি দাঁড়াস সাপ (Rat snake) ৷ বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এই সাপ সম্পুর্ণ নির্বিষ ৷ গ্রাম বাংলার মাঠে ঘাটে এই সাপ সহজেই দেখতে পাওয়া যায় ৷ অনেক সময় ইঁদুরের সন্ধানে এরা ঘরে ঘরে ঢুকে পড়ে ৷ সাপটিকে উদ্ধার করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷