
গড়িয়াঃ আত্মরক্ষার স্বার্থে উসু (WUSHU) খেলায় উৎসাহ মহিলাদের ৷ ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মহিলারাই ক্রমশ আগ্রহ দেখাচ্ছেন মার্সাল আর্টসের এই পদ্ধতি করায়ত্ত করার জন্য ৷ গড়িয়াতে শুরু হয়েছে গড়িয়া উসু কুং-ফু অ্যাকাডেমি ৷ যেখানে কর্মরতা মহিলা থেকে আরম্ভ করে প্রথম শ্রেণীর ছাত্রী অনেকেই ভর্তি হয়েছেন ৷ প্রশিক্ষক গোবিন্দ নস্কর জানান টি এটি একটি চাইনিজ মার্সাল আর্ট ৷ এই অ্যাকাডেমিতে মুলত খেলা শেখানো হয় ৷ এই খেলা এশিয়ান গেমস, ন্যাশনাল গেমস এবং ওলিম্পিকেও এই খেলা রয়েছে বলে জানান তিনি ৷ বাংলাতে এই খেলা ক্রমশ জনপ্রিয় হচ্ছে ৷ অনেকেই নানান প্রতিযোগীতায় অংশ নিয়ে পুরষ্কারও জিতেছেন ৷ প্রথমে দু-একজন উৎসাহ দেখালেও কয়েকমাসেই শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৫ ৷ বিভিন্ন স্কুলে গিয়েও ট্রেনিং দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি ৷
ভিডিও দেখতে ক্লিক করুন লিঙ্কেঃ https://www.youtube.com/watch?v=cOgve7m76m8
পেশায় নার্স ইপ্সিতা গোস্বামী তিনি বলেন মাঝেমধ্যেই রাস্তাঘাটে তাদের একাই যাতায়াত করতে হয় ৷ এমনকি রাতেও ডিউটি করতে হয় ৷ এক্ষেত্রে আত্মরক্ষার স্বার্থে এই ধরণের খেলা শেখাটা খুবই জরুরী ৷ আরেক শিক্ষার্থী বর্ণালী নস্কর জানান আত্মরক্ষার পাশাপাশি যেহেতু শারীরিক কসরৎ করতে হয় তার শরীরের ফেক্সিবিলিটি থাকে ৷ রাজ্যের পরিস্থিতির কথা বিবেচনা করে আত্মরক্ষার স্বার্থে এই ধরনের সেল্ফ ডিফেন্স শিখে রাখা খুবই দরকার বলে জানান তিনি ৷ মহিলাদের পাশাপাশি ছেলেরাও এই খেলা শিখছেন ৷ এক শিক্ষার্থী রাজা বাপি দাস বলেন এখানে ভর্তি হয়ে অনেক কিছুই শিখতে পারছি ৷ তাছাড়া শারীরিকভাবে নিজেকে ফিট লাগছে বলে জানান তিনি ৷
গড়িয়ার পাশাপাশি উসু কুং-ফু অ্যাকাডেমির আরও একটি শাখা রয়েছে সোনারপুরের চৌহাটি এলাকায় ৷ শেখার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন গোবিন্দ নস্করের সাথে ৷ যোগাযোগ – 9748528766/8789728076 ৷