
গড়িয়াঃ অবশেষে শুরু হল শ্রীনগর মেন রোড সংস্কারের কাজ ৷ গড়িয়া ষ্টেশন থেকে বাইপাস মুখী এই রাস্তা খুবই গুরুত্বপুর্ণ ৷ এই রাস্তা ধরেই রেল ষ্টেশন, মেট্রো ষ্টেশন, বাসস্ট্যাণ্ড, বাজার, স্কুল, কলেজ সহ যে কোনও জায়গায় যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করতে হত এলাকার বাসিন্দাদের ৷ এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল ৷ বিভিন্ন জায়গায় রাস্তার সংস্কারের দাবি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা ৷ অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ৷
ভিডিও দেখতে ক্লিক করুন লিঙ্কেঃ https://www.youtube.com/watch?v=nKmbnbNUDnU&t=12s
জলপোল থেকে গড়িয়া ষ্টেশন হয়ে টেলিফোন এক্সচেঞ্জ পর্যন্ত রাস্তার সংস্কার করা হচ্ছে ৷ এই পুরো রাস্তাটিই পড়ছে রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ৷ এই ওয়ার্ডের পুরপিতা পিন্টু দেবনাথ জানান মোট ৬ মাস সময়সীমা ধার্য করা হলেও তিন মাসের মধ্যে পুরো কাজ কমপ্লিট করার পরিকল্পনা রয়েছে ৷ মোট ১ কিমি ২০০ মিটার রাস্তার কাজ করা হবে বলে জানান তিনি ৷ জলপোল থেকে অলকা মিষ্টান্ন ভাণ্ডার পর্যন্ত রাস্তা ১০ মিটার চওড়া হবে অন্যদিকে টেলিফোন এক্সচেঞ্জ পর্যন্ত রাস্তাটি সাড়ে সাত মিটার চওড়া হবে বলে জানা গিয়েছে ৷ এরজন্য ৩ কোটি ৬২ লক্ষ টাকা ধার্য করা হয়েছে ৷ পুরো রাস্তাটিই ব্লকের করা হবে বলে জানা গিয়েছে ৷
রাস্তার কাজের জন্য বন্ধ রাখতে হচ্ছে যানবাহন চলাচল ৷ এরফলে সাময়িক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের ৷ তবে রাস্তার কাজ শুরু হওয়ায় মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা তপন দে ৷ কলকাতার সাথে গড়িয়া ষ্টেশনের অন্যতম করিডর এই রাস্তা ৷ এই রাস্তা সুন্দরভাবে তৈরি হওয়ায় মানুষের উপকাল ও এলাকার উন্নয়ন হবে জানান আরেক বাসিন্দা সঞ্জয় সিং ৷