
সোনারপুরঃ ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ ৷ তার বাড়ি কাকদ্বীপ থানা এলাকায় ৷ তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোন ৷ ধৄতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷
আরও পড়ুনঃরাতের অন্ধকারে চলছে জলাভূমি ভরাট
কাকদ্বীপ থানা এলাকার বাসিন্দা দেবদত্ত দেবনাথ (২৪) ৷ মহিলার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলেন তিনি ৷ সেখানে এক মহিলার ছবিও ব্যবহার করা হয় ৷ তারপর সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনকে ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠানো হত ৷ তার ফ্রেণ্ড রিকোয়েস্ট গ্রহণ করেন সোনারপুরের এক ব্যক্তি ৷ মহিলার সাথে কথা বলছেন ভেবে সোশাল মিডিয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ বিভিন্ন সময় চাহিদা অনুযায়ী টাকাও চাওয়া হয় ৷ মোট ৬০ হাজার টাকা দিয়েছেন বলে দাবি প্রতারিত ব্যক্তির ৷ এই টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে না নিয়ে বিভিন্ন দোকান থেকে জিনিস কেনার নাম করে সেখানে অনলাইন পেমেন্ট করিয়ে তার কাছ থেকে ক্যাশ টাকা তুলে নিতেন অভিযুক্ত ৷
সম্প্রতি ঐ ব্যক্তি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হচ্ছেন ৷ বিষয়টি নিয়ে সোনারপুর থানার দারস্থ হন তিনি ৷ লিখিত অভিযোগ জানান সোনারপুর থানায় ৷ তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ তার বিরুদ্ধে জালিয়াতির মামলা রুজু করেছে পুলিশ ৷