
সোনারপুরঃ রাতের অন্ধকারে চলছে জলাভুমি ভরাট ৷ বেআইনীভাবে পুর্ব কলকাতার জলাভূমি নানান জায়গায় ভরাট হওয়ায় প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ খেয়াদহ ২ নম্বর পঞ্চায়েতের বাচবরণ এলাকায় প্রায় ২০ বিঘার উপর একটি ভেড়ি ভরাটের কাজ চলছে রাতের অন্ধকারে ৷
ভিডিও দেখতে ক্লিক করুন লিঙ্কেঃ https://www.youtube.com/watch?v=Pci51Ba7q8A&t=40s
রাতের অন্ধকার নামলেই বেআইনিভাবে ভরাট করা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমির বিভিন্ন অংশ। সরকারি আইনকে পুরো আঙ্গুল দেখিয়ে তৈরি করা হয়েছে বেআইনি মাটি খাদান। সেই খাদান থেকে নির্বিচারে তোলা হচ্ছে মাটি। রাত নামলেই অসংখ্য মাটির গাড়ির ডাম্পার চলাচল করছে। কলকাতা পুলিশের পূর্ব ডিভিশনের আনন্দপুর থানা এলাকায় তৈরি হয়েছে বেআইনি মাটির খাদান। এই অংশ পূর্ব কলকাতার জলাভূমির মধ্যে পড়ে। এই খাদান থেকেই মাটি কেটে ভরাট করা হচ্ছে সোনারপুরের খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েতের একাধিক ভেড়ি। পঞ্চায়েত অফিসের কাছাকাছি প্রায় ২০ বিঘার উপর একটি ভেড়ি ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই এলাকাকে ১৮শিয়ার ভেড়ি নামেই চেনে। সেই ভেড়ির জল বের করে রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ। প্রশাসন ও শাসকদলের মদতেই এই কাজ হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অনেকেই বিষয়টি জানলেও আতঙ্কে মুখ খুলতে নারাজ। পুলিশের নজরদারি এড়িয়ে নির্বিচারে এইভাবে জলাভূমি ভরাটের ঘটনায় উঠছে নানান প্রশ্ন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শাসকদল ও প্রশাসনের একাংশের মদতে এই কাজ করা হচ্ছে ৷ বিভিন্ন জায়গায় বিষয়টি জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে জানিয়েছেন তারা ৷ সারারাত ডাম্পার ও জেসিপি চললেও কি করে তা প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷