
কুলতলিঃ কুলতলি থানা এলাকার দেউলবাড়ী থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুজনেই এলাকায় কুখ্যাত দুষ্কৃতি বলে পরিচিত। ডাকাতির উদ্দেশ্যে দুজনে জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কুলতলী থানার পুলিশ শনিবার গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃত দুজনকেই আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ ধৄতদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের ৷ এই ঘটনায় তাদের বিরুদ্ধে আর্মস একটা মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুনঃচাষের জমিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত এক
কুলতলী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দেউলবাড়ী এলাকা থেকে শনিবার গভীর রাতে মহাদেব তাঁতি ও আবু সোনা মোল্লা নামে দুজনকে গ্রেফতার করা হয়। রাস্তায় সন্দেহজনকভাবে ঘোড়াঘুরি করছিল তারা ৷ আটক করে তল্লাশি চালায় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কুলতলি ও অন্যান্য থানায় ৷ দীর্ঘদিন ধরেই তারা অপরাধ জগতের সাথে যুক্ত বলে জানা গিয়েছে ৷
অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এলাকার বেশ কিছু চুরি, ছিনতাই ও ডাকাতির কিনারা হতে পারে বলে মনে করছে পুলিশ ৷ এছাড়া আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে পেল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷