
সোনারপুরঃ প্রেম দিবসেই মর্মান্তিক ঘটনা ঘটল সোনারপুরে ৷ আত্মঘাতী হলেন এক তরুণী ৷ প্রেমিকের সাথে অশান্তির জেরেই আত্মঘাতী বলে জানা গিয়েছে ৷ বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ ৷ দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুনঃমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেসিক কম্পিউটার কোর্সের সুযোগ
রাজপুর সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্পিতা ঘোষ ৷ তিনি সম্প্রতি স্নাতক পাশ করেছেন ৷ বাঁশদ্রোনী এলাকার এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ ১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে-এর দিন তাদের মধ্যে অশান্তি হয় ৷ মুলত অর্পিতা তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ৷ বিয়ে করতে রাজী ছিলেন না তার প্রেমিক ৷ তাই তাদের মধ্যে অশান্তি হয় ৷ এর আগেও এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি হলে বিষ খায় অর্পিতা ৷ সেবার সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হলে কোনরকমে প্রাণে বেঁচে যান তিনি ৷ ফের অশান্তি হওয়ায় এদিন চুড়ান্ত সিদ্ধান্ত নেন ৷
পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে চৌহাটি এলাকায় তাদের বাড়ি ৷ মা ও মেয়ে তারা বাড়িতে থাকত ৷ অর্পিতার বাবা ও জ্যাঠুও আত্মঘাতী হয় বছর খানেক আগে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত সোনারপুর থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে পুলিশ ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে ১৪ই ফেব্রুয়ারী বিকেলে চৌহাটির বাড়ি থেকে অর্পিতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ পুলিশ তাকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৄত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ অর্পিতা পড়াশুনায় ভালো ছিল ৷ সবার সাথেই ভালো ব্যবহার করত ৷ মর্মান্তিক এই ঘটনায় শোকাহত প্রতিবেশীরাও ৷