
কুলতলিঃ দিনের আলোয় প্রকাশ্যে সবার চোখের সামনে বেআইনীভাবে চলছে জলাভূমি ভরাটের কাজ ৷ মেন রাস্তার পাশেই পুকুরের বেশ খানিকটা অংশ ভরাট করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে মৈপিঠ কোস্টাল থানা এলাকার উত্তর দেবীপুরে ৷ অভিযোগ মেন রাস্তার পাশেই প্রকাশ্যে দিনের বেলায় মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে ৷ মেন রাস্তার পাশেই সবার চোখের সামনেই এই কাজ হওয়াতেও কেউ কোনও পদক্ষেপ না নেওয়ায় উঠছে প্রশ্ন ৷ বিষযটি সংবাদ মাধ্যমের নজরে আসায় খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের ৷
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেসিক কম্পিউটার কোর্সের সুযোগ
পুকুর ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দা পল্টু মাইতির বিরুদ্ধে ৷ যদিও তাকে ধরা হলে ক্যামেরার সামনে তিনি জানান পুকুর হচ্ছে না ৷ পুকুর ভরাট করার টাকা আমাদের নেই বলেও তার দাবি ৷ তার আরও বক্তব্য খড়ের গাদা দেওয়া হবে তাই মাটি রাখা আছে ৷ সেই মাটি খড়ের গাদা দেওয়ার জন্য যেটুকু প্রয়োজন তা কাজে লাগানো হচ্ছে বলে জানান তিনি ৷ তবে এই মাটি দিয়ে যে পুকুর ভরাট করা হচ্ছে তা ট্রাক্টর চালকের কথাতেই স্পষ্ট ৷ তাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেই জানান পুকুর ভরাট করার জন্য মাটি নিয়ে যাওয়া হচ্ছে ৷ রাজ্যের শাসকদল ও পুলিশ-প্রসশানের মদতেই এই ভরাটের কাজ চলছে বলে অভিযোগ বিজেপি নেতা উত্তম হালদারের ৷ একই অভিযোগ করেছেন সিপিএমের কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল ৷
এইভাবে অনুমতি না নিয়ে জলাভূমি ভরাট করা পুরোপুরি অবৈধ কাজ বলে জানালেন কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাত শেখ ৷ তার বক্তব্য মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ রয়েছে কোনওভাবে পুকুর ভরাট করা যাবে না ও সরকারি জমি দখল করা যাবে না ৷ এই ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷ বিষয়টি নিয়ে মৈপিঠ কোস্টাল থানার পুলিশের কাছ থেকে বিস্তারিত জানবেন ও যাতে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হয় তারজন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ৷