
নরেন্দ্রপুরঃ নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের উদ্যোগে বেসিক কম্পিউটার কোর্সের আয়োজন ৷ শুধুমাত্র এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরাই এই কোর্সে আবেদন জানাতে পারবেন ৷ ২৬ শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত সরাসরি লোকশিক্ষা পরিষদে গিয়ে ভর্তি হওয়া যাবে বলে জানানো হয়েছে ৷ ভর্তির সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, আঁধার কার্ডের জেরক্স ও ২টি পাসপোর্ট সাইজ ফটো লাগবে বলে জানানো হয়েছে ৷
আরও পড়ুনঃ বুধবার বৃষ্টির পুর্বাভাস রাজ্যে
নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে এই বেসিক কোর্স করতে মোট খরচ পড়বে আড়াই হাজার (২৫০০) টাকা ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির সময়েই এই টাকা দিয়ে দিতে হবে ৷ এই কোর্সে ভর্তি হলে মোট ৬০ ঘন্টা ক্লাসের সুযোগ থাকছে ৷ সপ্তাহে ২ বা ৩ দিন ক্লাস নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে গেলে যোগাযোগ করতে পারেন ০৩৩-২৪২৭৪৫১৮ ও ০৩৩-২৪২৭৪৫০৪ এই দুটি নাম্বারে ৷
নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের পক্ষ থেকে বছরের বিভিন্ন সময়ে নানানধরনের কোর্সের আয়োজন করা হয় ৷ যেখানে প্রশিক্ষন নিয়ে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাওয়া যায় ৷ এছাড়া নিজেও হাতের কোনও কাজের প্রশিক্ষন নিয়ে বাড়িতেই তা বানিয়ে ব্যবসা করতে পারেন ৷ মানুষকে স্বনির্ভর করে তুলতেই এই পদক্ষেপ বলে নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদ সুত্রে জানা গিয়েছে ৷