
সোনারপুরঃ আবার ফিরল শীতের আমেজ ৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুয়ায়ী রাজ্য জুড়ে ফের একবার দুদিনের জন্য পারদ পতন। এক রাতে ৬ ডিগ্রি পারদ পতন ৷ ফলে ফের শীতের আমেজ ফিরল রাজ্য জুড়ে ৷ হাওয়া অফিস জানিয়েছে রবিবার রাত পর্যন্ত পারদ পতনের সম্ভবনা। সোমবার থেকে ফের পারদ উত্থান। তারপর এই মরশুমে আর পারদ পতনের কোনো সম্ভবনা থাকছে না। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত কুয়াশার দাপট কমবে রাজ্যে।
আরও পড়ুনঃশ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য
সিস্টেমঃ আসামে রয়েছে ঘুর্নাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গঃ রাতারাতি বড়সড় পারদ পতন। পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত পারদ পতনে ফের ফিরল হালকা শীতের আমেজ। আগামী ৪৮ ঘণ্টা কুয়াশার দাপট অনেকটা কম। রোদ ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। মনোরম আবহাওয়া প্রেম দিবসে। ভোরে এবং রাতে হালকা শীতের আমেজ বজায় থাকবে আরও ৪৮ ঘণ্টা