
ভাঙড়ঃ মাধ্যমিক পরীক্ষার্থী এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বামনঘাটা এলাকায়। অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের সময় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর সংকীর্তন চলাকালীন মহিলারা দধি টানার খেলায় ব্যস্ত ছিলেন। সেই সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল এক নাবাবিকাকে অশালীনভাবে টানাটানি করে বলে অভিযোগ ৷ এরজেরে তার জামাকাপড়ও ছুঁড়ে যায় ৷ শুধু তাই নয় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ ৷
আরও পড়ুনঃ ডুবন্ত বার্জ থেকে উদ্ধার ১২ জন বাংলাদেশী
নির্যাতিতা হরিনাম সংকীর্তন দেখতে এসেছিলেন ৷ এই ঘটনার পর নাবালিকা কান্নারত অবস্থায় বাড়ি ফিরে আসেন ৷ পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানতে পেরে নির্যাতিতা নাবালিকার পরিবার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত চিরঞ্জিত মণ্ডল ও তার সমর্থকেরা নাবালিকার পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় নির্যাতিতা নাবালিকার পরিবার কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ তাঁর দুই সাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। ধৄতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷