
সোনারপুরঃ সোনারপুরে বেআইনী বাজির হদিস পেল পুলিশ। বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমান নিষিদ্ধ বাজি। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত দুজনকেই এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ ঘটনায় ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷ আরও বেআইনী বাজির সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা ৷
আরও পড়ুনঃবহড়ু সমবায় সমিতির দখল নিতে মরিয়া তৄণমুল কংগ্রেস
বাড়িতেই চলছিল নিষিদ্ধ বাজি তৈরি। সুত্র মারফত খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ৬২ কেজি গান পাউডার, ৮০ কেজি ফায়ার কেকার, ৭ কেজি চকলেট বোমা। সোনারপুর থানা এলাকার কালিকাপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়পুর উত্তরপাড়ায় কালো সোনা সর্দারের বাড়িতে হানা দিয়ে এই বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় কালো সোনা সর্দার ও মহম্মদ তৌসিফ নামে ২জনকে গ্রেফতার করা হয়েছে। একের পর এক জায়গায় বাজি বিস্ফোরণের ঘটনায় তৎপর পুলিশ। বারুইপুর পুলিশ জেলা এলাকার বিভিন্ন জায়গায় চলচ্ছে তল্লাশি অভিযান।
পুলিশ সুত্রে জানা গিয়েছে কালো সোনা সর্দার দীর্ঘদিন ধরে বাজি ব্যবসার সাথে যুক্ত ৷ বাড়িতেই বাজি তৈরি করে তা বিভিন্ন জায়গায় অর্ডার অনুযায়ী সরবরাহ করত ৷ নিয়ম না মেনেই সরকারী আইনকে বুড়ো আঙুল দেখিয় চলছিল তার ব্যবসা ৷ খবর পেয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমান বাজি তৈরির মশলা ও নিষিদ্ধ বাজি ৷