
জয়নগরঃ বহড়ু সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একসাথে ৪৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিল করল তৄণমুল কংগ্রেস ৷ ১১ তারিখ থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ ৷ আগামী ১৭ই ফেব্রুয়ারী মনোনয়ন জমা দেওয়া যাবে ৷ বিরোধীরা এখনও পর্যন্ত ৭টি মনোনয়ন জমা দিয়েছেন ৷ রাজ্যে বিধানসভা ভোটের আজে এই সমিতি নিজেদের দখলে নিতে মরিয়া তৄণমুল কংগ্রেস ৷
আরও পড়ুনঃ জমি কৃষক গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনাসভার ডাক কৃষক সমিতির
রাজ্যে পালাবদল হলেও এখনও পর্যন্ত বহড়ু সমবায় কৄষি উন্নয়ন সমিতি নিজেদের দখলে রেখেছে বিরোধীরা ৷ এসইউসিআই, কংগ্রেস ও বামেরা মিলিতভাবে এই সমবায় সমিতি চালাচ্ছেন ৷ এই সমবায় সমিতি এবার নিজেদের দখলে নিতে মরিয়া তৄণমুল কংগ্রেস ৷ বিধানসভা ভোটের আগে এই সমিতি নিজেদের দখলে আনতে পারলে বাড়তি অক্সিজেন পাওয়া যাবে ৷ আগামী ৯ই মার্চ এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তার আগে বৄহস্পতিবার দুপুরে বহড়ুর বলাকা মাঠ থেকে দলীয় পতাকা সহযোগে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিলেন তৄণমুল কংগ্রেস প্রার্থীরা ৷
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে বহড়ু সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড একাধিক রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকায় এলাকার মানুষ এই সমবায়ের নানান পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। তাই সমিতির এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৪৯ টা আসনের মধ্যে ৪৯জনই প্রার্থী দিচ্ছে এবং তিনি এই নির্বাচনে তারা জয়লাভ করবেন বলে নিশ্চিতভাবে জানান তিনি ৷ তিনি আরও বলেন এই ৪৯ জন প্রার্থী জিতে যে নতুন সমিতি গঠন হবে তাতে এলাকার মানুষ এই সমিতির অন্তর্গত সমস্ত রকম কাজের সুযোগ-সুবিধা উপভোগ করবে।