
বারুইপুর :বারুইপুরে অভিযান চালিয়ে মিলল আরো মাদক। রবিবার অভিযান চালিয়ে প্রায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের স্পেশাল টাফ ফোর্স ও বারুইপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
আরও পড়ুন : সোনারপুরে মন্দির উদ্ধোধনে বিধানসভার অধ্যক্ষ
বুধবার বারুইপুর থানা এলাকার খোদার বাজারের মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে কোটি টাকার মাদক উদ্ধার করে এসটিএফ। এই ঘটনায় মোকলেস কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। একাধিক বার জিজ্ঞাসাবাদের পর রবিবার তাকে নিয়ে ফের অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ফের মাদক উদ্ধার করে পুলিশ। মোকলেস কে এই কাজে সাহায্য করত তার শাশুড়ি সেরিনা বিবি। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে মোকলেসের স্ত্রী পলাতক। তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বারুইপুরের খোদার বাজারের মন্ডলপাড়া এলাকায় এক হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো মোকলেস। বছরখানেকেরও বেশি সময় ধরে সে এই বাড়িতে ভাড়া থাকতো বলে জানা গিয়েছে। এলাকার কারো সাথে সেভাবে মেলামেশা করত না। ফলে প্রতিবেশী কারো সাথেই তার সেরকম সম্পর্ক ছিল না। তবে জনবহুল এলাকার মধ্যে কোটি টাকার হিরোইন উদ্ধার হওয়ায় চাঞ্চল্য এলাকায়।