
সোনারপুর: রাজপুর সোনারপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া পঞ্চাননতলা পঞ্চাননবাবার ও শিব ঠাকুরের মন্দিরের শুভ উদ্ধোধন হল রবিবার। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস, জেলা পরিষদের সদস্য জয়ন্ত ভদ্র, স্থানীয় পৌর পিতার টুম্পা দাস সহ আরো অনেকে।
আরও পড়ুন : রাজপুর রবীন্দ্রভবনে কর্মীসভা তৃণমুলের
প্রায় আড়াইশ বছরের পুরানো ও জাগ্রত মন্দির। কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যত্নের অভাবে। আর্থিক সমস্যার কারণে সংস্কার না হওয়ায় নষ্ট হতে বসেছিল ঐতিহ্য। এলাকার বাসিন্দারা স্থানীয় পৌরমাতা টুম্পা সরকারের কাছে মন্দির সংস্কারের দাবি জানান। পৌরমাতা এলাকার বাসিন্দাদের দাবি নিয়ে বিধায়ক লাভলী মৈত্র ও রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাসের সাথে আলোচনা করেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মন্দির সংস্কারে আর্থিক সহায়তা করে জেলা পরিষদ। প্রায় ছয় মাসের মধ্যে মন্দিরটি পুরানো কাঠামো বজায় রেখে সংস্কার করা হয়। এরজন্য খরচ হয়েছে প্রায় ১১ লক্ষ টাকা। নবনির্মিত মন্দিরের উদ্ধোধন হয় রবিবার বিকেলে।
ঐতিহ্যবাহী এই মন্দির নব রূপে সংস্কার হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই তারা এই মন্দির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।