
গড়িয়া -অভয়ার জন্মদিনে আরজিকরের ঘটনার বিচার চেয়ে গড়িয়ায় পথে নামল বাম ছাত্র যুব সংগঠন। রবিবার সন্ধেবেলায় তারা মোমবাতি জ্বালিয়ে এই ঘটনার প্রতিবাদ জানান।
আরও পড়ুন: শেষ মুহুর্তের প্রস্তুতি দৃষ্টিহীনদের
রবিবার অভয়ার জন্মদিন। শোকের সাথে রাজ্য জুড়েই পালিত হল অভয়ার ৩২ তম জন্মদিন। মাস ছয়েক আগে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত তার যাবজ্জীবন সাজাও ঘোষণা করা হয়েছে। অভিযুক্তের ফাঁসি চেয়ে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য সরকার ও তদন্তকারী সংস্থা। এই ঘটনার প্রতিবাদে সব দোষীদের শাস্তির দাবিতে ভারতের ছাত্র ফেডারেশনে ও গনতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় গড়িয়া শীতলা মন্দির এলাকায়। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মীরা ও নাগরিক সমাজের অনেকেই।
এরইমধ্যে আজ অভয়ার জন্মদিনে রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করা হয়। এই ঘটনায় আরো অনেকেই জড়িত আছে বলে অভিযোগ নির্ভয়ার বাবা ও মা। মেয়ের জন্মদিনে তার সুবিচারের আশায় আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন তারা।