
নরেন্দ্রপুরঃ মহিলাদের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৄতের নাম রুপলাল সর্দার ৷ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷
আরও পড়ুনঃ মানসিক অবসাদে আত্মঘাতী প্রৌঢ়
পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত এলাকায় জমির দালালির কাজের সাথে যুক্ত ৷ এলাকার অনেক বাসিন্দাকেই মাঝেমধ্যে হুমকি দিত ৷ রাধানগর এলাকায় একটি জমিকে কেন্দ্র করে শুক্রবার বিবাদ বাধে ৷ সেইসময় অভিযুক্ত মহিলাদের গায়ে হাত দেয় ও গালিগালাজ করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৄতের বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে ৷ সেইসমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ ধৄত রুপলালকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷