
বারুইপুরঃ বারইপুর বাইপাসে গোবিন্দপুরের কাছে দুর্ঘটনা ৷ ঘটনায় গুরুতর জখম এক ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন ৷ কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷
আরও পড়ুনঃ ফের বাড়ল শীতের আমেজ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার উপর বেআইনীভাবে পার্কিং করে দাঁড়িয়ে থাকে একাধিক গাড়ি ৷ এরফলে রাস্তার অনেকটা অংশ দখল হয়ে যায় ৷ পাশাপাশি রাত হবেই দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে রাস্তার উপরেই পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল ৷ সেইসময় দ্রুতগতির একটি কন্টেনার পেছন থেকে এসে ধাক্কা মারে ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন কন্টেনার চালক ৷ তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷
সার্দান বাইপাসে দুর্ঘটনার কারণে আরও বেশী করে নজরদারির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা ৷ তাদের বক্তব্য রাত হলেই একদিকে যেমন বেআইনী পার্কিং বাড়ে তেমনই দ্রুতগতিতে নিয়ম না মেনেই গাড়ি চালান অনেকেই ৷ ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ৷ আরও অভিযোগ সিগন্যাল থাকলেও তা না মেনেই গাড়ি ও বাইক চালান অনেকেই ৷ স্পিড লিমিট দেওয়া থাকলেও তা মানেন না বহু চালকই ৷