
সোনারপুরঃ তাপমাত্রার হেরফেরের জেরে সোনারপুর এলাকাজুড়ে ফের বাড়ল শীতের আমেজ ৷ রাতের তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ডিগ্রির নীচে ৷ শীতের আমেজ উপভোগ করছেন এলাকার বাসিন্দারা ৷
আরও পড়ুনঃ স্ত্রীর সাথে মনোমালিন্য আত্মঘাতী স্বামী
সিনোপসিস
বুধবার রাতের তাপমাত্রা ২২.৬। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ১৭.৩। শুক্রবার রাতের তাপমাত্রা ১৫.৬। অর্থাৎ ৪৮ ঘণ্টায় রাতের পারদে ৭ ডিগ্রি পতন। ক্রমান্বয়ে পারদ পতনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফিরল শীতের আমেজ। সোমবার পর্যন্ত চলবে শীতের লাস্ট ইনিংস। মঙ্গলবার থেকে স্থায়ী পারদ উত্থান। শুক্রবার উষ্ণ প্রেম দিবসের পূর্বাভাস। আগামী উইক এনডে শীতের বিদায়। আগামী বুধ বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা ২০ এবং দিনের তাপমাত্রা ৩০ এর ঘরে পৌঁছে যাবে কলকাতায়।
কুয়াশা
আপাতত ঘন কুয়াশার সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিন বঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের চার জেলাতে। আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
সিস্টেম
আজ ৮ই ফেব্রুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত।