
বারুইপুরঃ আর্থিক দেনা ও স্ত্রীর চাহিদামত সংসার চালানোর টাকা দিতে না পারায় অশান্তির জেরে বারুইপুরে আত্মঘাতী এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের পুরাতন থানার কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আরও পড়ুনঃ কুলতলিতে ধারালো অস্ত্রের কোপে আহত ২ মহিলা সহ মোট তিনজন
মৃতের নাম উত্তম মারিক। তার বয়স ৫২। স্ত্রীর নাম সঙ্গীতা মারিক। কুড়ি বছর আগে তাদের বিয়ে হয়। বারুইপুরের বিড়াল এলাকায় তার বাপের বাড়ি। তাঁদের ১টি মেয়ে আছে। সে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। উত্তম বাবু দালালির কাজ করতেন। তার আয় কমে গিয়েছিল। বাজারে অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার স্ত্রী সংসার খরচের জন্য টাকা চাইলে দিতে পারেন নি। তাই নিয়ে দুজনের অশান্তি হয়। রাগ করে স্ত্রী সন্ধেবেলা বাপের বাড়ি চলে যায়। সকালে স্বামীকে বারবার ফোন করলেও পাওয়া যায়নি। তখন প্রতিবেশী এক যুবককে তাদের বাড়ি যেতে বলেন। সেও বাড়িতে এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার লক ভাঙে। জানলার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে। তার স্ত্রীকে বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয় পৌরপিতা আশিস দেবরায় ঘটনাস্থলে আসে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।
ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ ৷ কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় ইতিমধ্যে মৄতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে বারুইপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷