
কুলতলিঃ পারিবারিক বিবাদের জেরে হামলা, ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় ২মহিলা সহ আহত নোট ৩ জন। একে অপরের বিরুদ্ধে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
আরও পড়ুনঃ দুকোটি টাকা ব্যায়ে গড়িয়া ষ্টেশন সংলগ্ন এলাকার সৌন্দর্য্যায়ন
সম্পত্তি ও যাতায়াতকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে ঝামেলা। ঘটনায় আহত হয়েছেন জগন্নাথ রুইদাস ও তার মা। অন্যদিকে তাদের বিরুদ্ধেও হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন শম্পা রুইদাস। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার ৮ নম্বর সোনাটিকারী এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ একে অপরের বিরুদ্ধে শাবল, কোদাল ইত্যাদি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
আহতদের সকলকেই আশঙ্কাজনক অবস্থায় কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই চিকিৎসাধীন তারা ৷ দীর্ঘদিন ধরেই দুটি পরিবারের মধ্যে সম্পত্তিগত বিবাদের জেরে অশান্তি চলছিল বলে জানা গিয়েছে ৷ শুক্রবার সকালে ফের অশান্তি শুরু হয় ৷ কথা কাটাকাটি শুরু হতেই ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে ৷