
গড়িয়াঃ – এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে গড়িয়া সন্ধ্যাবাজার সংলগ্ন এলাকার সৌন্দর্য্যায়ন করা হল ৷ শুক্রবার সন্ধেবেলায় এই কাজের শুভ উদ্ধোধন করা হয় ৷ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পুরসভার চেযারম্যান পল্লব কুমার দাস সহ পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডল, রঞ্জিত মন্ডল সহ পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত, বিভাস মুখার্জী, বরুণ দাস ও আরও অনেকে ৷
আরও পড়ুনঃ প্রিয়াঙ্কার উদ্যোগে সোনারপুরে অত্যাধুনিক বৃদ্ধাবাস
সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম জানান, গড়িয়া ষ্টেশন সংলগ্ন এলাকায় ২০১১ সালের পর থেকে উন্নয়নের কাজ শুরু হয় ৷ আগে ছোট ছোট উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সন্ধ্যাবাজার সংলগ্ন ঝিলপাড়ের সৌন্দর্য্যায়ন, পার্কিং, আলাদা করে অটো স্ট্যাণ্ড, রিক্সো স্ট্যাণ্ড, হাইমাস লাইট, রাস্তা, রেলিং দেওয়া হয়েছে ৷ সন্ধের পর এই এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত এলাকার বাসিন্দাদের ৷ এই কাজ হওয়ায় স্থানীয় মুানুষের অনেক সুবিধা হবে ৷ এই এলাকা রক্ষনাবেক্ষনের জন্য রেলের সাথে তিনি কথা বলবেন এর পাশাপাশি পার্কিং এলাকা থেকে আগামীদিনে আয়ের রাস্তা খোলা থাকছে বলে জানান তিনি ৷
এই জায়গার সৌন্দর্য্যায়ন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ৷ তাদের বক্তব্য এরফলে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে ৷ যানজটের কারণে যাতায়াতে অনেক সময় লাগত ৷ এছাড়া রাস্তা অন্ধকার থাকায় রাত হলেই সমস্যায় পড়তেন অনেকেই বিশেষ করে মহিলারা ৷ কলকাতা বাইপাস লাগোয়া এই এলাকার উন্নয়ন হওয়ায় খুশি সকলেই ৷