
বারুইপুরঃ বাড়ি লাগোয়া দোকানের মধ্যেই ভরদুপুরে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ ৷ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর বিশালক্ষী তলায়। প্রকাশ্যে দিনেরবেলায় কার্যত বাড়ির মধ্যে এই ঘটনা ঘটায় এলাকায় ও ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ ৷ আহত ব্যবসায়ীকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসাধীন তিনি ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
বারুইপুরের বিশালক্ষীতলায় বাড়ি লাগোয়া আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন মোল্লা নামে এক ব্যবসায়ীর ৷ দোকানে তিনি একাই ছিলেন ৷ সেইসময় কর্মচারী বাড়িতে খেতে গিয়েছিলেন ৷ দুপুরবেলায় ২টি বাইকে চারজন আসেন ৷ ক্রেতা সেজে তারা দোকানের মধ্যে ঢুকেছিলেন ৷ সুযোগ বুঝে জাকির হোসেনকে তারা দোকানের পিলারের মধ্যে বেঁধে দেন ৷ তিনি একা থাকায় তাদের সাথে পেরে ওঠেননি ৷ তার মুখও চেপে রাখা হয় ৷ জনবহুল এলাকা হলেও বাইরে থেকেও কেউ এই ঘটনা দেখতে পায়নি ৷ দুপুরবেলা হওয়ায় তখন রাস্তাঘাট ফাঁকা ছিল ৷ বেঁধে রাখার পর তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ মারা হয় ৷ তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷
আক্রান্ত ব্যবসায়ী জানান হামলাকারীরা বুধবার এসেছিল ৷ এসে তারা দোকানে আসবাবপত্র দেখে গিয়েছিল ৷ আজ ফের তারা আসবে বলে জানায় ৷ ফের আজ দুপুরে আসায় তার কোনোরকম কোনো সন্দেহ হয়নি ৷ প্রথমে দুজন ঢুকে ৷ আসবাবপত্র দেখানোর সময় হঠাৎই তাকে জাপটে ধরে ৷ প্রাণে মারার হুমকি দেওয়া হয় ৷ তিনি চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তাকে ভোজালির কোপ মারা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ৷ তারা রাস্তার সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখছেন ৷