
বারুইপুর: বিজ্ঞান নিয়ে পড়াশুনা ও গবেষনায় উৎসাহ দিতে অভিনব পদক্ষেপ বারুইপুরের GMIT কলেজের পক্ষ থেকে ৷ কলেজ ক্যাম্পাসেই আয়োজন করা হয়েছে সায়েন্স কার্নিভালের ৷ এই কার্নিভালে যোগ দেওয়ার জন্য কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার নানান স্কুলকে আমন্ত্রন জানানো হয় ৷ তাদের আমন্ত্রনে সাড়া দিয়ে মোট ৪৫টি স্কুলের ছাত্রছাত্রীরা এই কার্নিভালে অংশগ্রহণ করেছেন ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
বারুইপুরের কলেজ ক্যাম্পাসে সায়েন্স কার্নিভালের শুভসুচনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর মাধবেসানন্দজি মহারাজ। এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি ৷ তার বক্তব্য ধারাবাহিকভাবে এইধরণের পদক্ষেপকে ধরে রাখতে হবে ৷ এরফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক মানসিকতা যেমন বাড়বে তেমনই নতুন কিছু আবিষ্কার করার দিকেও ঝোঁক বাড়বে তাদের ৷ GMIT এর ভাইস প্রেসিডেন্ট বিনয় পাণ্ডা বলেন, বহু ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেও বহু কম সংখ্যক ছাত্রছাত্রী বিজ্ঞান নিয়ে পড়েন ৷ বিজ্ঞানে আগ্রহ বাড়াতেই তাদের এই পদক্ষেপ ৷ শুধু তাই নয় ৫জন বিশিষ্ট বিচারক তারা প্রজেক্টগুলির উপর নাম্বার দেবেন ৷ নাম্বারের ভিত্তিতে প্রথম ৬টি স্কুলকে তাদের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন GMIT-র ভাইস প্রেসিডেন্ট বিনয় পাণ্ডা ৷
সায়েন্স কার্নিভালে যোগ দিতে পেরে খুশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ৷ এই কার্নিভালে যোগ দিয়ে তারা অনেক কিছু শিখতে পারছেন ৷ এরফলে তাদের অনেক উপকার হচ্ছে বলে জানান তারা ৷