
সোনারপুর – কলকাতা শহর লাগোয়া সোনারপুর ব্লকে মাছ চাষে উৎসাহ সরকারের ৷ ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে খেয়াদহ ১ ও ২ নম্বর পঞ্চায়েত পুরোটাই জলাভূমির মধ্যে পড়ে ৷ ব্লক জুড়ে ৫ হাজার বিঘা জলাজমিতে মাছ চাষ হয় ৷ ব্যাক্তিগত মালিকানাধীন পুকুর ছাড়াও ব্লক জুড়ে একশোটির মত মৎস্য উৎপাদন গ্রুপ রয়েছে যারা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করছেন ৷ এরমধ্যে মহিলা পরিচালিত মৎস্য উৎপাদন গ্রুপও রয়েছে ৷ তাদেরকে মাছ চাষে উৎসাহ দিতেই মাগুর, রুই, কাতলা, মৄগেল, গ্যাসকার্প, সাইফিনাস, পাঙ্গাস প্রজাতির মাছ দেওয়া হয়েছে ৷ শুধু মাছ দেওয়ায় নয় তার সাথে মাছের খাবারও দেওয়া হয়েছে ৷ এরপাশাপাশি জলাশয় যাতে পরিষ্কার থাকে তার জন্য চুনও দেওয়া হয়েছে ৷
লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখুনঃ https://www.youtube.com/watch?v=pnK9WFzjV7M
কলকাতা শহরে মাছ যোগান দেওয়ার ক্ষেত্রে বড় ভুমিকা নেয় সোনারপুর এলাকা ৷ বছরে ৩ মিলিয়ন টনের মত মাছ উৎপাদন হয় ও তা কলকাতা শহরে সরবরাহ করা হয় ৷ প্রতিদিন বাজারে মাছের চাহিদা বাড়ছে ৷ তাই চাষীদের আরও উৎসাহ দিতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন সোনারপুর ব্লকের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস ৷ তিনি বলেন এই মাছ দেওয়ার ফলে চাষীদের সুবিধা হবে ৷ সম্পুর্ণ বিনামুল্যে মাছ, মাছের খাবার ও জল পরিষ্কার রাখার জন্য চুন দেওয়ায় চাষীদের মাছ চাষের খরচ অনেকটাই কমে যাবে উপরন্তু এই মাছ বিক্রি করে তারা আয় করতে পারবে ও স্বনির্ভর হবে ৷
মাছ চাষী বীনা মন্ডল জানান সরকারের এই উদ্যোগে তারা লাভবান হবেন ৷ তাদের আর্থিক সুরাহা হবে বলে জানান তিনি ৷ গ্রুপের মাধ্যমে মাছ চাষ করায় একসাথে অনেকের উপকার হচ্ছে ৷ টাকা না দিয়েই মাছ চাষ করে লাভবান হতে পারব বলে জানান এক মাছ চাষী পুলক বিশ্বাস ৷ জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷