
গড়িয়া – রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গড়িয়া প্লেস এলাকায় একটি বাড়ি হেলে যাওয়ায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য। যদিও আবাসনের বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে নির্মানের ত্রুটির কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে ৷ বাড়িটি হেলে পড়েনি বলেই দাবি তাদের ৷ একই কথা জানা গিয়েছে রাজপুর সোনারপুর পুরসভার পক্ষ থেকেও ৷ পুরসভার একটি প্রতিনিধিদল এদিন এই বাড়ি পরিদর্শন করেন ৷
বিস্তারিত দেখতে ক্লিক করুনঃ
পুরসভা সুত্রে জানা গিয়েছে মোট চারটি ফ্লোর রয়েছে এই আবাসনে। ৪টি ফ্লোরে মোট ১২টি ফ্ল্যাট আছে। ২টি খালি আছে আপাতত। বাকি ১০টি ফ্ল্যাটে পরিবার আছে। আজ সকালেই।বিষয়টি জানাজানি হয়। খবর পায় নরেন্দ্রপুর থানার পুলিশ ও রাজপুর সোনারপুর পুরসভা। পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসে। তারা পুরো জায়গাটি পরিদর্শন করেন। পুরসভা ও আবাসিকদের সাথে কথা বলে জানা গিয়েছে বাড়িটিতে নির্মানের ক্ষেত্রে কিছু ত্রুটি আছে। ১৯৯৯ সালে এই ফ্ল্যাট তৈরি হয়েছিল। তারা ইতিমধ্যেই বিশেষজ্ঞের সাথে দেখা করেছেন। একজন আর্কিটেকচারের পরামর্শ অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানান তিনি ৷
এই ব্যাপারে রাজপুর সোনারপুর পুরসভার পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডল জানান পুরসভার পক্ষ থেকে আবাসনটি পরিদর্শন করা হয়েছে ৷ আবাসিকদের সাথে কথাও বলেন তারা ৷ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ আবাসনের যে কাজ শুরু হবে তার প্রয়োজনীয় কাগজপত্র পুরসভায় জমা করতে বলা হয়েছে বলে জানান তিনি ৷