
নরেন্দ্রপুর – আচমকা বৄদ্ধার উপর হামলার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ায় ৷ ঘটনায় থানায় অভিযোগ দায়ের ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে ধৄতের নাম বিশ্বজিত নস্কর ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না ৷ শুধুমাত্র মেয়েরাই বাড়িতে মহিলারাই ছিল বলে জানা গিয়েছে ৷ অভিযোগ আচমকা বাড়িতে ঢুকে যায় অভিযুক্ত ৷ ইট দিয়ে দরজা ভাঙার অভিযোগ ৷ শুধু তাই নয়, ইট মেরে টিভি, ড্রেসিং টেবিলও ভাঙা হয় ৷ ঘরে ঢুকে মারধর করছিল বলে অভিযোগ ৷ মদ্যপ অবস্থায় বাবা ও ছেলে এই কাণ্ড ঘটায় ৷ এর আগেও একবার হামলা করার অভিযোগ ৷ বৄদ্ধার উপর চুরির অপবাদ দিয়ে তাকে মারধোর করা হয় ৷ শুধু মারধোর করাই নয় ধর্ষণ করার হুমকিও দেওয়া হয় ৷ নিজেকে তৄণমুল কর্মী পরিচয় দিয়ে আরও বেশী করে অত্যাচার ও মারধোর করার হুমকি দেওয়া হত ৷
আতঙ্কিত আক্রান্ত পরিবার এই ঘটনায় নরেন্দ্রপুর থানার দারস্থ হন ৷ তারা এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তদন্তে নেমে মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷