
গড়িয়া – এবার দুদিন ধরে সরস্বতী পুজোর তিথি। অনেকেই রবিবার পুজো সেরেছেন। সোমবার সকাল থেকেই বহু জায়গায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। ইস্ট গড়িয়া এডুকেশন ইন্সটিটিউশনে আজ সকাল থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। এবার দ্বিতীয়তম বর্ষে পড়ল তাদের এই পুজো। পুজোর আয়োজন মন্ডপসজ্জা সবই নিজের হাতে করেছেন তারা। পুজো করবেন বিদ্যালয়েরই শিক্ষক। তাকে এই কাজে মন্ত্রোচ্চারণ করে মায়ের আরাধনায় পাশে থাকবেন স্কুলেরই পঞ্চকন্যা।
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
স্কুলের প্রধান শিক্ষিকা শুক্লা বোস জানান গত বছর পুজোর আয়োজন করা হলেও তা ভালোভাবে আয়োজন করা সম্ভব হয়নি ৷ কারণ এই স্কুল বিল্ডিংটি নতুন তৈরি করা হয়েছে ৷ ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে ক্লাস হয় ৷ প্রতিটি ক্লাসরুম আধিনুক সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়েছে ৷ রয়েছে সিসিটিভির ব্যাবস্থাও ৷ প্রধান শিক্ষিকা বলেন পুজো মানেই সেখানে ব্রাম্ভনত্ববাদকে প্রতিষ্ঠা করতে হবে তার কোনও মানে নেই ৷ এটি একটি স্কুলের পুজো তাই এখানে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারাই উপস্থিত থাকবে ৷ বিদ্যালয়ের বর্তমান ছাত্র ও ছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রীরাও যোগ দিয়েছেন এই পুজোয় ৷
পুজো উপলক্ষ্যে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ পরিচালন কমিটির অনেকেই ৷