
কুলতলি – আবারো বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক কুলতলির মৈপীঠ উপকূল থানার উত্তর বৈকুন্ঠপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বনদপ্তরের কর্মীরা ৷ বাঘ জঙ্গলের মধ্যে আছে কিনা তা খতি্যে দেখা হবে বলে জানা গিয়েছে বনদপ্তর সুত্রে ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
ডিসেম্বর মাসে এই এলাকাতেই একাধিকবার বাঘের আনাগোনা হয়েছিল ৷ বারবার বাঘের আনাগোনায় বনদপ্তর শেষ পর্যন্ত বাঘকে খাঁচাবন্দী করে গভীর জঙ্গলে ছেড়ে এসেছিল ৷ ফের সোমবার এলাকার মানুষের নজরে আসে বাঘের পায়ের ছাপ ৷ এলাকার বাসিন্দাদের দানি শ্মষান সহ একাধিক জায়গায় বাঘের টাটকা পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে ৷ ।স্বাভাবিক ভাবেই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় মৈপীঠ উপকূল থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। খবর পেয়ে দৌঁড়ে আসেন মৈপীঠ -বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না শী।পায়ের ছাপ অনুসরণ করেই বাঘের অবস্থান জানার কাজ চালানো হচ্ছে। আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বাঘ মাকড়ি নদী সাঁতরে চলে বারবার এলাকায় বাঘ চলে আসছে। গত সপ্তাহেই শুক্রবার সন্ধ্যায় স্থানীয় হরিয়াখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে একেবারে বাঘের সামনে পড়ে অসুস্থ হয়ে পড়েছিল অনুপম গিরি নামে স্থানীয় এক যুবক ৷
পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না শী বলেন গবাদি পশু মরলে তা জঙ্গল এলাকায় না ফেলে মাটি খুঁড়ে পুঁতে দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে ৷ গবাদি পশু মরে গেলে তা জঙ্গল সংলগ্ন এলাকায় ফেললেই খাবারের টানে বাঘ বারবার জঙ্গল ছেড়ে লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসছে ৷ এই ব্যাপারে মানুষকে আরও সচেতন হওয়ার আবেদন জানান তিনি ৷