
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.6041667, 0.5032979);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;
নরেন্দ্রপুর : সরস্বতী পুজোর দিন সকালে দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করল বাবা ও মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের লস্করপুরের নারকেলবাগান এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবাঙ্গন সুর (১৯)। রাতে বাবা ও মায়ের সাথে তার কথা কাটকাটি হয়। তারপর নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ে দেবাঙ্গন। দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। আজ সকালে বারবার ডাকার পরেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। বাধ্য হয়ে দরজা ভাঙা হয়। দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ গিয়ে দেহ সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
এই ঘটনা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া। দেবাঙ্গন মিশুকে, ভালো ছেলে বলেই পরিচিত ছিল এলাকায়।