
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;
নরেন্দ্রপুর : কপালে সিঁদুর, হাতে শাঁখা-পলা পড়নে নতুন শাড়ি। উদ্দেশ্যহীনভাবে কামালগাজি ব্রীজ সংলগ্ন বাইপাস এলাকায় ঘোয়াঘুরি করছিলেন। সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে তাকে তুলে দেওয়া হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা শিশু সুরক্ষা কমিটির হাতে।
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ঢোলা থানা এলাকার বাসিন্দা এই নাবালিকা। এবার তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। তার সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। মাধ্যমিক পরীক্ষায় বসার আগেই প্রেমিকের বিয়ের প্রলোভনে ঘর ছাড়ে সে। মন্দিরে বিয়ে করে কামালগাজি ব্রীজ সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। সাথে ছিল তার প্রেমিকও। নরেন্দ্রপুর থানার পুলিশের টহলদারি ভ্যান দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ঢোলা থানায় ইতিমধ্যেই নাবালিকার পরিবার নিখোঁজের অভিযোগ জানিয়েছে। নাবালিকাকে হোমে পাঠানো হয় এবং তার প্রেমিককে তুলে দেওয়া হয়েছে ঢোলা থানার পুলিশের হাতে।