
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.4934896, 0.5983358);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;
-
সোনারপুর : রাধানগরে আত্মঘাতী এক যুবক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম বাবুসোনা মন্ডল (৩০) । ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। শনিবার তার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdateপরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে বছর খানেক আগে একটি দুর্ঘটনার কবলে পড়ে বাবুসোনা। যমে মানুষে টানাপোড়েনের পর কোনওরকমে প্রাণে বাঁচে সে। কার্যত শয্যাশায়ী হয়ে জীবন কাটাতে হয় তাকে। কাজকর্ম সব চলে যায়। দুর্ঘটনার পর থেকে বাড়িতেই থাকত হত তাকে। শুক্রবার রাতে বাড়ি ফাঁকা পেয়ে আত্মঘাতী হয় বাবুসোনা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।