
সোনারপুর – ট্রেন পরিষেবার আধুনিকীকরণের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ বিশেষ করে সোনারপুর, বারুইপুর লোকাল বাতিল হওয়ায় দক্ষিণ শহরতলীর বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের মধ্যে পড়েছেন ৷ অনেকেই ভিড় ট্রেনে উঠছে পারছেন না ৷ ফলে বিকল্প যাতায়াতে ক্ষেত্রে অটো ও বাসেও লম্বা লাইন ৷
ফলো করুন – ফেসবুক লিঙ্ক – https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউ টিউব লিঙ্ক – https://www.youtube.com/@SonarpurUpdate
রেল দপ্তর সুত্রে জানা গিয়েছে বালিগঞ্জ স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থার আধুনিকরণের কাজ করা হবে ৷ এর প্রভাব পড়বে ট্রেন চলাচলে ৷ এরজন্য শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ এই দুইদিন মিলিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় মোট ১০৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সামনে সরস্বতী পুজো। তার আগে চরম দুর্ভোগে যাত্রীরা। ৩৩টি বারুইপুর লোকাল বাতিল করা হয়েছে। এর প্রভাব পড়েছে যাতায়াতের ক্ষেত্রে ৷ যদিও ডায়মন্ড হারবার ও নামখানা, লক্ষীকান্তপুর লাইনে ট্রেন বাতিল করা হয়নি। দুরের এই ট্রেনগুলিতে করেই যাতায়াত করতে হচ্ছে সোনারপুর বারুইপুর এলাকার ট্রেন যাত্রীদের ৷ সকাল থেকেই সোনারপুর ও বারুইপুর স্টেশনে ট্রেন ঢুকতেই উপচে পড়া ভিড়। ট্রেনে ওঠার জন্য ঠাসাঠাসি অবস্থা। অনেক যাত্রী উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের বক্তব্য, কেন লোকাল বন্ধ করা হল। রাতে কেন কাজ হল না। কী করে ট্রেনে উঠে অফিসে যাবো। এদিকে এই অবস্থার জেরে দুর্ঘটনা হতে পারে বলে আশংকা যাত্রীদের।
রেল সুত্রে জানানো হয়েছে যাত্রীদের সতর্ক করতে বিভিন্ন ষ্টেশনে ঘোষনা করা হচ্ছে ৷ এছাড়া সমাজমাধ্যমে ও বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছেন ৷ শনিবারের পাশাপাশি রবিবারও এই কাজের জন্য দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে ট্রেন যাত্রীদের ৷