
নরেন্দ্রপুর – সমাজ জীবনে একের এক ঘটনা পর্যালোচনা করলেই দেখতে পাওয়া যাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে মুল্যবোধ ৷ ছোট বয়স থেকেই এই শিক্ষার অভাব নানান ঘটনার মাধ্যমে ফুটে উঠছে ৷ মুল্যবোধ ফেরাতে শিক্ষকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে আগামী ৬ই ফেব্রুয়ারী ৷ যেখানে যোগদান করবেন দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে ৩০টিরও বেশী স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ৷
ফলো করুন – ফেসবুক লিঙ্ক – https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউ টিউব লিঙ্ক – https://www.youtube.com/@SonarpurUpdate
নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের ১০৪ নম্বর ঘরে হবে এই আলোচনাসভা ৷ নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশন মহাবিদ্যালয় প্রাক্তনী ও আনন্দম নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ৬ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে এই সম্মেলন ৷ আনন্দমের কর্ণধার বিশিষ্ট চিকিৎসক মলয় দাসগুপ্ত জানান, ছাত্র যুবরাই সমাজের ভবিষ্যৎ নাগরিক ৷ তাদের মধ্যে মুল্যবোধ জাগ্রত করতে হবে ৷ তা নাহলে সমাজে অপরাধের সংখ্যা বাড়বে ৷ তিনি আরও মুল্যবোধ পুঁথিগত বিষয নয়, হাতে কলমে শিক্ষা দিতে হবে ৷ তাদের এই ধরণের এটি প্রথম প্রয়াস হলেও আগামী দিনে তারা এই পদক্ষেপ বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে করতে চান ৷
আনন্দম একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ যারা সারাবছর ধরেই নানান সেবামুলক কাজকর্ম করে থাকেন ৷ শীতে শীতবস্ত্র প্রদান, পুজোর সময় নতুন জামাকাপড় দেওয়ার পাশাপাশি কোথাও কোনও ঘটনা ঘটলে ত্রাণ নিয়ে দৌড়ে যান তারা ৷ আরও বেশী করে মানবসেবায় নিজেদের নিয়োজিত করতে তাদের এই পথচলা জারি থাকবে বলে জানিয়েছেন তারা ৷